Jun 16, 2025

নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উদ্যোগে “সংবর্ধনা ও অদম্য মেধাবৃত্তি প্রদান এবং ঈদ পুনর্মিলনী ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান "নওগাঁ সদর উপজেলার মিলনায়তন" এ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
এটি এসোসিয়েশনের অন্যতম একটি বার্ষিক আয়োজন, যার মাধ্যমে নওগাঁ জেলার ১৭৫ জন কৃতী ছাত্রছাত্রীদের এবং ২৪ জন নবীন চাকুরীজীবিদের সম্মাননা, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী এবং নওগাঁবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অনন্য কৃতিত্ব অর্জনকারী নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে মোট ১২ জন শিক্ষার্থীদের মাঝে “অদম্য মেধাবৃত্তি” প্রদান করা হয় এবং জেলার ১৭৫ জন কৃতী ছাত্রছাত্রী ও ২৪ জন নবীন চাকুরীজীবিদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এস. এম মোস্তফা আল মামুন, সভাপতি, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত ব্যক্তিবর্গ ।
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানরত ও দেশীয় নওগাঁবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, মানবকল্যাণমূলক কাজ, শিক্ষা সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষাংশে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করা হয়।
এই ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবার সহযোগিতা কামনা করছে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
যোগাযোগ:
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন
ওয়েবসাইট: www.nwabd.org
ইমেইল: naogaonwa@gmail.com