Administrator
Event
Dec 18, 2025

📢 বিজ্ঞপ্তি: NWA বার্ষিক পিকনিক ২০২৫
প্রিয় সদস্যবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, NWA-এর পক্ষ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) তারিখে বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে। উক্ত পিকনিকে অংশগ্রহণকারী সদস্য ও অতিথিদের চাঁদা নির্ধারণ ও আদায়ের বিষয়ে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত হার চূড়ান্ত করা হয়েছে।
🌳 চাঁদার হার (জনপ্রতি):
| ক্রম | ক্যাটাগরি | বিবরণ | চাঁদার পরিমাণ (জনপ্রতি) |
| ১ | সদস্য | NWA নিবন্ধিত সদস্য (চাকুরীজীবী) | ২,০০০ টাকা |
| ২ | সদস্য | NWA নিবন্ধিত সদস্য (শিক্ষার্থী) | ৮০০ টাকা |
| ৩ | অতিথি | সদস্যের অতিথি (০৮ বছরের ঊর্ধ্বে) | ১,০০০ টাকা |
| ৪ | অতিথি | সদস্যের অতিথি (০৮ বছর পর্যন্ত শিশু) | ৫০০ টাকা |
| ৫ | অন্যান্য | সদস্যের ড্রাইভার | ৫০০ টাকা |
🗓️ সময়সূচী ও স্থান:
• তারিখ: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
• স্থান: পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্ট & পার্ক, মসজিদ ঘাট, পিতলগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, [পূর্বাচলের কাঞ্চন ব্রিজ থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে]
• গাড়ি ছাড়ার সময়: সকাল ৭:০০
• গাড়ি ছাড়ার স্থান: সংসদ ভবনের দক্ষিণ পাশের গেট সংলগ্ন রাস্তা
💳 চাঁদা পাঠানোর নিয়ম:
অনুগ্রহ করে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ-এর মধ্যে অনলাইনে অথবা নিচের নাম্বারে চাঁদা পাঠিয়ে রেজিস্ট্রেশন করে আপনার টিকেট নিশ্চিত করুন।
• অনলাইন রেজিস্ট্রেশন: https://nwabd.org/all-event
• বিকাশ/নগদ (পার্সোনাল): 01738069084
• রেফারেন্স: আপনার নাম/মেম্বারশিপ নম্বর