Administrator
Event
Dec 25, 2025

সম্মানিত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন (NWA) বার্ষিক পিকনিক–২০২৫ এ অংশগ্রহণের জন্য সকলকে নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। পিকনিকের রেজিস্ট্রেশন ফি অনলাইনে নিম্নোক্ত যেকোনো মাধ্যমে প্রদান করা যাবে— 🔗 অনলাইন রেজিস্ট্রেশন ও পেমেন্ট লিংকসমূহ: লিংক–১: https://api.paystation.com.bd/merchant-default-link/1225/20251225121225578 লিংক–২: https://nwabd.org/all-event 📱 মোবাইল ব্যাংকিং (পার্সোনাল): বিকাশ/রকেট/নগদ: ০১৭৩৮-০৬৯০৮৪ (কোষাধ্যক্ষ) 🏦 ব্যাংক হিসাব: হিসাবের নাম: Naogaon Welfare Association হিসাব নম্বর: 0200012961667 ব্যাংক: অগ্রণী ব্যাংক লিমিটেড শাখা: গ্রীন রোড কর্পোরেট শাখা, ঢাকা 🔔 বিশেষ অনুরোধ: রেজিস্ট্রেশন ফি প্রদান সম্পন্ন করার পর বিষয়টি জনাব মাহফুজ (০১৭৩৮-০৬৯০৮৪) অথবা জনাব ফয়জুল(০১৯২৫৩৪০৮৯৪) কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো। সকলের সক্রিয় অংশগ্রহণে পিকনিকটি আনন্দময় ও সফল হবে—এই প্রত্যাশা রইলো। ধন্যবাদান্তে, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন (NWA)